তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে রোবোটিকস ল্যাব স্থাপনের বিকল্প নেই। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের কারণে আগামী পাঁচ থেকে দশ বছরে প্রযুক্তির বদৌলতে অনেক পুরনো পেশা হারিয়ে যাবে, যোগ হবে নতুন নতুন পেশার। তাই আমাদের এখন থেকেই শ্রমনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে মেধানির্ভর অর্থনীতির দিকে মনোনিবেশ করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের ধাক্কা সামলাতে হলে আমাদের এখনই উচ্চতর প্রযুক্তির দিকে নজর দিতে হবে।
প্রতিমন্ত্রী গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রোবোটিকস ল্যাব উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কালিয়াকৈর হাইটেক পার্কের প্রকল্প পরিচালক এম এন শফিকুল ইসলাম।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, রোবোটিকস চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় হতে পারে গুরুতপূর্ণ হাতিয়ার। আমাদের ছেলেরা অত্যন্ত মেধাবী উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশের এক ছেলে এখন গুগলের পরিচালক। শুধু গুগল নয়, ইনটেল, ফেসবুক, গুগল সব জায়গায় আমাদের ছেলেরা ভালো করছে। সরকারের অন্যতম লক্ষ্য হলো আমাদের মেধাবীদের দেশেই ধরে রাখা। এই মেধাবীদের কাজে লাগাতে পারলে প্রযুক্তির জন্য বিদেশের দিকে চেয়ে থাকতে হবে না।
তিনি আরো বলেন, আমাদের সহযোগিতার হাত বুয়েটের জন্য সবসময় প্রসারিত থাকবে। দেশের প্রযুক্তি ও প্রকৌশল ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে বুয়েট। বুয়েটের হাত ধরেই দেশের অন্য সব প্রযুক্তি প্রতিষ্ঠান এগিয়ে যাবে।
বুয়েটের উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম বলেন, এই ল্যাব কোনো নির্দিষ্ট বিভাগের জন্য নয়, সব বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক এই ল্যাবে গবেষণা করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





