চট্টগ্রামে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ছবি গুগল ম্যাপ

দুর্ঘটনা

চট্টগ্রামে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার কানাই মাদারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- হেলাল উদ্দিন ছেলে শিফাতুল ইসলাম আবির (৬), জয়নাল আবেদিনের ছেলে মোহাম্মদ আরিয়াল (৪)  ও  মোহাম্মদ ইফতি (৪)। সম্পর্কে তারা একে অপরের চাচাতো জেঠাতো ভাই।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, চন্দনাইশের কানাই মাদারী এলাকায় বাবু মেম্বারে বাড়িতে পুকুরে ডুবে অসুস্থ হয়ে পড়ে। পরে দুপুর ৩টার দিকে তিন শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

স্বজনদের কাছে তিন শিশুর লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads