চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের মোড়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল গ্রামের সোলতান আহমদের ছেলে শাহাব উদ্দিন বলে জানা গেছে।
স্থানীয় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন জানান, চট্টগ্রামের লোহাগাড়াস্থ চুনতী সিরাতুন্নবী (সঃ) মাহফিল থেকে বাড়ী ফেরার পথে চকরিয়া কলেজ নিকটবর্তী মহাসড়কের পাশ থেকে আহতাবস্থায় শাহাব উদ্দিনকে উদ্ধার করে স্থানীয় লোকজন চকরিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।





