ব্যাংক

গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার নেপথ্যে কাজ করেছে কৃষি ব্যাংক

  • ''
  • প্রকাশিত ২৫ মে, ২০২৪

কুমিল্লা প্রতিনিধি:

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার নেপথ্যে কাজ করেছে কৃষি ব্যাংক।কুমিল্লা অঞ্চলের ভালো দিক হলো এখানে দালাল নেই। কুমিল্লা বিভাগের ছয় জেলার ১৬৯টি শাখার মধ্যে ১৩৩ টি শাখাকে পৃথক করা হয়েছে। শুধু আপনাদের কেনো ডাকেছি, এটি বুঝতে হবে। আপনারা লসে আছেন। গত ২৩-২৪ বছর আপনারা লোকসান করে আসছেন। আপনাদের ব্রাঞ্চগুলোতে কোটি কোটি টাকা ব্যাংক লস দিয়ে রাখছে। খেলাপি ঋণের বিষয়ে আপনারা মামলা করছেন না? আপনাদের যোগসূত্র কার সাথে? আমি বলবো, মাঠ পর্যায়ে কৃষি ব্যাংকের শাখা বেশী। এ সুযোগ আপনারা কাজে লাগান। লস ব্রাঞ্চের মূল উপায় হলো রিকভারি। আর কোয়ালিটি লোন বাড়াতে হবে।

শুক্রবার (২৪ মে) কৃষি ব্যাংক কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের লোকসানী শাখা সমূহের ব্যবস্থাপকগণের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান।

ব্র্যাক লানিং সেন্টার কুমিল্লার মিলনায়তনে এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, পরিকল্পনা ও পরিচালনা মহাবিভাগের মহাব্যবস্থাপক আবু সাঈদ মো. রওশানুল হক। সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক গোলাম মোঃ আরিফ।

কুমিল্লা বিভাগের লোকসানী শাখা সমূহের ব্যবস্থাপকগণের মতবিনিময় সভায় ছয় জেলার ১৩৩টি শাখার প্রতিনিধিরা নিজ শাখার প্রতিবেদন পেশ করেন। মতবিনিময় সভায় অতিথিরা আরো বলেন, ঋণ বিতরণ, ঋণ আদায় ও আমানত গ্রহণে বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রতিটি শাখা লক্ষ্যমাত্রা অর্জন করে, লাভ জনক শাখায় উন্নীত করতে হবে।

প্রসঙ্গত, রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংক। অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ খাতে অর্থায়নের জন্য ১৯৭৩ সালের ৩১ মার্চ প্রতিষ্ঠা লাভ করে। আমানত, ঋণ, বৈদেশিক বাণিজ্যসহ সব ধরনের আধুনিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। যা ১০৩৮ টি অনলাইন শাখা থেকে পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads