রাজবাড়ীর গোয়ালন্দে ১৭নং হাউলি কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রোপনকৃত ৩৬টি মেহগনি চারাগাছ দুর্বৃত্তরা রাতের অন্ধকারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যালয় কর্তৃপক্ষ গোয়ালন্দ ঘাট থানায় সাধারণ ডায়রী করেছেন।
জানা গেছে, বিদ্যালয়ের খেলার মাঠের চারপাশে বিদ্যালয় কর্তৃপক্ষ গত বছর দুই বছর বয়সী ১৩৫টি মেহগনি চারাগাছ রোপন করে। গত সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে রোপনকৃত চারাগাছগুলোর মধ্যে ৩৬টি মেহগনি গাছ আগুনে পুড়ে ঝলছে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা খাতুন বলেন, আমি এ ধরনের ঘটনায় বিষ্মিত হয়েছি। মানুষের শক্রতা গাছের সঙ্গে? আগুনে অন্তত ৩৫-৩৬টি মেহগনি চারাগাছ পুড়ে ঝলছে গেছে। সোমবার রাত আটটার দিকে বিদ্যালয়ের নৈশ প্রহরী মোতালেব হোসেন আমাকে আগুনের খবর দেন। এসে দেখি বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পাশে আগুন জ্বলছে। তবে কারা এবং কেন এ কাজ করলো তা বলতে পারছিনা।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ শফী বলেন, থানায় সাধারণ ডায়রী করতে বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের একটি লিখিত অভিযোগ দিয়েছেন। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।