রাজধানী ঢাকার গুলশান-১ এ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের পাশে একটি কাঁচাবাজারে আগুন লেগেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনী কাজ করছে।
আজ শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজার অংশে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান সকাল এ তথ্য নিশ্চিত করেছেন।
আতাউর রহমান আরো জানান, তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ কাজ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও।
সকাল সোয়া ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে সেটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, তেজগাঁও, বারিধারা, কুর্মিটোলা, মোহাম্মদপুরসহ আটটি ফায়ার সার্ভিস স্টেশন থেকে ২০টি ইউনিট এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গত বছরের জানুয়ারির ২ তারিখে একই জায়গায় আগুন লেগেছিল। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে এসে সাংবাদিকদের বলেন, আপনারা জানেন এর আগেও এখানে আগুন লেগেছিল। কেন বারবার এই আগ্নিকাণ্ড হচ্ছে সেটা খতিয়ে দেখা হবে। স্থায়ী সমাধানের নসয় এসেছে এখন।