গাজীপুর পুলিশ সুপার পিপিএম শামসুন্নহারের নির্দেশে গাজীপুর ডিবির মাদকবিরোধী স্পেশাল টীম -১ কালিয়াকৈর থানাধীন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালায়। এ সময় ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ শুক্কুর আলী(২৫) ও লিটন মিয়া হৃদয়(২৫)। শুক্কুর আলী একই এলাকার মৃত-জয়নাল বেপারীর ছেলে এবং লিটন মিয়া হৃদয়ের বাবার নাম মৃত নাছির মিয়া। তারা দুইজন ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার হন।