গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য মো. রেফাবুল ইসলাম কে সাময়িক ভাবে বহিষ্কার করেছে স্থানীয় সরকার বিভাগ।
জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারী বকুলবাড়িয়া ইউনিয়নের ভিজিডি বাছাই কার্যক্রমে বাধা প্রদান এবং উপজেলা নির্বাহী অফিসারের সাথে অসৌজন্য ও অসদাচরণ এবং সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার ও গলাচিপা উপজেলা সমবায় অফিসার মো. হারুন অর রশিদ এর সাথে সরকারি কাজে বাঁধা প্রদান এবং বাছাই কাজে কতিপয় লোকজন নিয়ে নৈরাজ্য, বিশৃঙ্খলা সৃষ্টি করায় উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম তাৎক্ষনিক আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিলে ঘটনা স্থলে পুলিশ পৌঁছালে ইউপি সদস্য মো. রেফাবুল ইসলাম দ্রুত সরে পড়েন। এই ঘটনায় ১৪ই ফেব্রুয়ারী বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবু জাফর খান ইউনিয়ন পরিষদে সংশ্লিষ্ট ঐ ইউপি সদস্যর বিরুদ্ধে রেজুলেশন সহকারে তার সদস্য পদ বাতিল করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পত্র প্রেরণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি পটুয়াখালী জেলা প্রশাসক বরাবরে লিখিতভাবে অভিযোগটি প্রেরণ করে।
পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রনালয় এর উপ সচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯/৩৪(৪) ধারা মোতাবেক সংশ্লিষ্ট ইউপি সদস্যদে সাময়িক ভাবে বরখাস্ত করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করেন। অনুসন্ধানে জানা যায়, সংশ্লিষ্ট ইউপি সদস্য একটি প্রভাবশালী রাজনৈতিক দলের ক্ষমতা অপব্যবহার করে সরকারি কর্মকর্তাদের সাথে এবং ইউনিয়ন পরিষদের শৃঙ্খলা ভঙ্গের অনেক অভিযোগ রয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায়।