ক্রসফায়ারের নামে কাউকে হত্যা করা হচ্ছে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্রসফায়ারের নামে কাউকে হত্যা করছে না।’
আজ শনিবার রাজধানীর তেজগাঁও এলাকার বিজি প্রেস মাঠে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মাদক বিরোধী অভিযানে গেলে যখন অবৈধ অস্ত্র ব্যবহার করে গুলি ছোড়া হচ্ছে তখনই আত্মরক্ষার্থে গুলি করছে আইনশৃঙ্খলা বাহিনী। কাউকে হত্যার উদ্দেশ্যে নয়।
মাদক ব্যবসায়ীদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তা বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।’
কঠোর শাস্তির বিধান রেখে সরকার নতুন আইন করছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর ব্যবস্থা নেবে।
বর্তমানে কারাগারগুলোতে ৩৫ হাজার ধারণ ক্ষমতার জায়গায় ৯৫ হাজার বন্দী রয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, তাদের মধ্যে বেশিরভাগই মাদকের বিভিন্ন মামলায় আটক হয়েছেন।