কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় জুনেদ আহমেদ (৩০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত ও দুইজন আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১টায় উপজেলার সদর থেকে মোটর সাইকেলযোগে দয়ারবাজার যাওয়ার পথে ভোলাগঞ্জ সাকেরা স্টোন ক্রাশার মিলের সামনে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুনেদ উপজেলা সদর থেকে ২জন আরোহী নিয়ে মোটর সাইকেলে দয়ারবাজার যাচ্ছিল। ভোলাগঞ্জ সাকেরা স্টোন ক্রাশার মিলের সামনে (ঢাকা মেট্রো ট ২০-৩২৫০) ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জুনেদ আহমদের মৃত্যু হয। অন্য দুই আরোহী গুরুতর আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে মযনাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।