কেরানীগঞ্জ মডেল থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কেরানীগঞ্জ মডেল থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ অক্টোবর, ২০২০

'মুজিব বর্ষের মূলমন্ত্র -কমিউনিটি পুলিশিং সর্বত্র' এই শ্লোগানকে সামনে রেখে কেরানীগঞ্জ মডেল থানা, ঢাকা জেলা পুলিশ এর আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ৩১ অক্টোবর জিনজিরা স্থানীয় কমিউনিটি সেন্টারে এ কমিউনিটি পুলিশিং ডে দিবসটি পালন করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ কাজি মাইনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন সরকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ পরিদর্শক ( অপারেশন) আসাদুজ্জামান টিটু , কলাতিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. নয়ন, জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মোশতাক হোসেন, রুহিতপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজি আবদুল আলীম, জিনজিরা কমিউনিটি পুলিশিং এর সদস্য মো. সেলিম।

এ সময় ঢাকা জেলা দক্ষিণ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার বলেন, দেশের মানুষের দোরগোড়ায় পুলিশিং সেবা পৌঁছে দিতে কমিউনিটি পুলিশিং সেবা কার্যক্রম জনগনকে সম্পৃক্ত করা হয়েছে। কমিউনিটি পুলিশিং সেবা হলো জনগণকে পুলিশের কাজে সম্পৃক্ত করা। অর্থাৎ জনগণের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সমস্যাদি যা থেকে অপরাধ সৃষ্টি হয় তা সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা।

তিনি কমিউনিটি পুলিশিং সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন,আপনারা আমাদের আইন প্রয়োগকারী সংস্থার সদস্য কমিউনিটি পুলিশিং সেবা দেয়ার কারণে আজ সমাজের অনেক বিশৃঙ্খলা দমন করতে পেরেছি।
অনুষ্ঠান উপস্থাপনা ও সঞ্চলনা করেন কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ পরিদর্শক ( অপারেশন) আসাদুজ্জামান টিটু।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads