কুমিল্লায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যান চালক নিহত

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

কুমিল্লায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যান চালক নিহত

  • খায়রুল আহসান মানিক, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ৫ এপ্রিল, ২০১৯

কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যানের ধাক্কায় আবদুল আলিম (২৫) নামের এক রিকশা ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই পথচারী আহত হয়েছেন।

আজ শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক আবদুল আলিম কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী গ্রামের হাসু মিয়ার ছেলে। আহতরা হলেন চান্দিনা উপজেলা সোনাপুর গ্রামের আবুল কালামের স্ত্রী তাসলিমা আক্তার ও দেবিদ্বার উপজেলার আবদুল কাদেরের ছেলে মো.আবু হানিফ।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সফিকুদ্দিন মুন্সি জানান, মাধাইয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান একটি ভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়। এই ঘটনায় আরো দুই পথচারী আহত হন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads