কুমিল্লার ভূমি অফিসগুলোতে শূন্য পদ ২০৬টি

সংগৃহীত ছবি

সারা দেশ

কুমিল্লার ভূমি অফিসগুলোতে শূন্য পদ ২০৬টি

  • খায়রুল আহসান মানিক, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ৪ মার্চ, ২০১৯

কুমিল্লায় ভূমি অফিসগুলোতে শূন্য পদের সংখ্যা ২শ’ ৬টি। ভূমি মন্ত্রণালয়ের স্মারক নং ১৬৪, তারিখ ১৯/০২/ ২০১৯ মূলে ৫৪টি পদের ছাড়পত্র দেয়ার নিয়োগ বিজ্ঞপ্তি জারিক্রমে আবেদন করা হয়েছে। হাইকোর্ট বিভাগে ৫৭৪৪/২০১৭ নং রীট মামলার স্থগিতাদেশের প্রেক্ষিতে নিয়োগ কার্যক্রম গ্রহণ করা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা।

জানা যায়, অফিস সহায়ক পদে ৩৬ এবং নিরাপত্তা প্রহরী পদে ১৭ জনকে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেয়া হয়েছে। কুমিল্লা জেলার ভূমি অফিসগুলোতে কাননগো মঞ্জুরীকৃত পদের সংখ্যা ১৯টি, কর্মরত রয়েছেন ৮ জন, শূন্য পদের সংখ্যা ১১টি। প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মঞ্জুরীপদ ১৬টি, কর্মরত রয়েছেন ৩ জন, শূন্য পদের সংখ্যা ১৩টি। অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক মঞ্জুরীকৃত পদ ১৩টি, এ পদে কেউ কর্মরত নেই, শূন্য পদের সংখ্যা ১৩টি, নাজির কাম ক্যাশিয়ার মঞ্জুরীকৃত পদের সংখ্যা ১৬টি, এ পদেও কেউ কর্মরত নেই, শূন্য পদের সংখ্যা ১৬টি। সাটিফিকেট শেকার মঞ্জুরীকৃত পদের সংখ্যা ১৬টি, কর্মরত রয়েছেন ৭ জন, শূন্য পদ ৯টি। সাটিফিকেট সহকারী মঞ্জুরীকৃত পদের সংখ্যা ১৬টি, কর্মরত রয়েছেন ৮ জন, শূন্য পদ রয়েছে ৮টি। ক্রেডিট চেকিং কাম সায়রাত ক্রেডিট সহকারী মঞ্জুরীকৃত পদের সংখ্যা ২৫টি, কর্মরত রয়েছেন ১২ জন, শূন্য পদের সংখ্যা ১৩টি। মিউটেশন ক্লার্ক মঞ্জুরীকৃত পদের সংখ্যা ৩টি, এ পদে কেউ কর্মরত নেই, শূন্য রয়েছে ৩টি। কার্যকসহকারী মঞ্জুরীকৃত পদের সংখ্যা ১টি, এ পদেও কেউ কর্মরত নেই, শূন্য পদের সংখ্যা ১টি। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মঞ্জুরীকৃত পদের সংখ্যা ১শ’ ৭২টি। কর্মরত রয়েছেন ১শ’ ২১ জন, শূন্য পদের সংখ্যা ৫১টি। ইউনিয়ন ভূমি উপÑসহকারী কর্মকর্তা মঞ্জুরীকৃত পদের সংখ্যা ১শ’ ৭২টি, কর্মরত রয়েছেন ১শ’ ৩৬টি, শূন্য পদের সংখ্যা ৩৬টি। ট্রেসার মঞ্জুরীকৃত পদের সংখ্যা ২টি, এ পদে কেউ কর্মরত নেই, শূন্য পদের সংখ্যা ২টি। প্রসেস সার্ভার মঞ্জুরীকৃত পদের সংখ্যা ৩০টি, কর্মরত রয়েছেন ২০ জন, শূন্য পদের সংখ্যা ১০টি। চেইনম্যান মঞ্জুরীকৃত পদের সংখ্যা ৩৪টি, কর্মরত রয়েছেন ১৮ জন, শূন্য পদের সংখ্যা ১৬টি। অফিস সহায়ক মঞ্জুরীকৃত পদের সংখ্যা ৩শ’ ৫১টি, কর্মরত রয়েছেন ৩শ’ ৪৮ জন, শূন্য পদের সংখ্যা ৩টি এবং নিরাপত্তা প্রহরী মঞ্জুরীকৃত পদের সংখ্যা ১৮টি, কর্মরত রয়েছেন ১৭ জন, শূন্য পদের সংখ্যা ১টি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads