কানাডার সাসকাটিওয়ান এলাকার মহাসড়কে তরুণ হকি খেলোয়াড় বহনকারী বাসের সাথে দ্রুতগামী ট্রাকের মখোমুখি সংঘর্ষে ১৪ জন প্রাণ হারিয়েছে। দেশটির পুলিশ সূত্রে খবরটি প্রকাশ করেছে এএফপি।
দুর্ঘটনায় আরো ১৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
কানাডিয়ান মিডিয়া সাসকাটোন স্টার ফনিকস জানায়, দেশটির হামব্রল্ড ব্রনকস হকি দল বহনকারী বাসটি দুর্ঘটনায় পড়ে। সাসকাটিওয়ান তরুন হকি দলটি জুনিয়র হকি লীগে নাইপাউন হকস দলের বিরুদ্ধে খেলায় অংশ নেয়ার জন্যে যাচ্ছিল। এ সময় দুর্ঘটনাটি ঘটে।
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





