পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদী পথে সিমেন্টবাহী বার্জের ইঞ্জিনে গায়ের জ্যাকেট পেঁচিয়ে ইঞ্জিন মিস্ত্রী শহিদ হাওলাদার(৪১) নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে কলাপাড়া ফেরিঘাট থেকে সিমেন্ট নিয়ে বার্জটি তাপ বিদ্যুত কেন্দ্রের ধোলাই খাল জেটিতে যাওয়ার পথে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে।
নিহত শহিদ তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের গন্ডামারি গ্রামের মৃত ধলু হাওলাদারের ছেলে।
কলাপাড়া থানা পুলিশ জানায়, তাপবিদ্যুত কেন্দ্রের জেটিতে যাওয়ার পথে এ্যাংকর সিমেন্টবাহী বার্জ এমএলএস মহানগরের ইঞ্জিন চালু করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। মাঝ নদীতে যাওয়ার পর বার্জের চালক ইঞ্জিন স্লো করতে বললে ইঞ্জিন রুমে শহিদের কোন সংকেত পাচ্ছিলেন না। তাৎক্ষণিক বার্জের অপর শ্রমিকরা তাকে মেশিনের সাথে পেঁচানো অবস্থায় মৃত দেখতে পান। খবর পেয়ে পুলিশ নিহত শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে এস আই শওকত জাহান খান জানান।
                                
                                
                                        
                                        
                                        
                                        




