বিশ্বব্যাপী করোনার আতঙ্কে দেশের সকল মানুষ যখন দিশেহারা তখনই ভূঞাপুরে অতি মুনাফার আশায় ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে নিত্যপণ্যের মূল্য।
ভূঞাপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে দুদিন আগেও প্রতি ৫০ কেজি চালের বস্তা যেখানে ছিল চালের ধরন অনুযায়ী ১৬শ থেকে ১৭শ টাকা সেখানে একদিনের ব্যবধানে প্রতি বস্তায় ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বাড়িয়ে নিচ্ছে।
এদিকে পেঁয়াজের বাজারেও রয়েছে অস্থিরতা। এক ধাপে ৪০ টাকার পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
খবর পেয়ে শুক্রবার (২০ মার্চ) ভূঞাপুর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৭ অসাধু ব্যাবসায়ীকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করে ভূঞাপুর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসলাম হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট আসলাম হোসাইন বলেন, করোনার আতঙ্কের মধ্যে যেসব অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যে বাড়িয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।