কমনওয়েলথ গেমসের ১০মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশের আব্দুল্লাহ হেল বাকী। তার এই সাফল্যে এই গেমসে প্রথম পদকের দেখা পেল বাংলাদেশ। ২৪৪.৭ স্কোর নিয়ে ইভেন্ট শেষ করেছেন ২৮ বছর বয়সী এই বাংলাদেশী শ্যুটার।
২৪৫ স্কোর নিয়ে স্বর্ণ পেয়েছেন অস্ট্রেলিয়ার ডেইন স্যাম্পসন। আর ২২৪.১ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের রবি কুমার। ২০১৪ কমনওয়েলথ গেমসেও এই ইভেন্টে রুপা জিতেছিলেন বাকী।
জাতীয় পর্যায়ে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে টানা চারবার স্বর্ণপদক পেয়েছেন আব্দুল্লাহ হেল বাকী।
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





