কক্সবাজারের রামু’তে বেড়াতে গিয়ে কিশোরী ধর্ষণ, আটক ১

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কক্সবাজারের রামু’তে বেড়াতে গিয়ে কিশোরী ধর্ষণ, আটক ১

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ১০ অক্টোবর, ২০২০

কক্সবাজারের রামু’র রাবার বাগানের পাহাড়ী এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ সাইফুল ইসলাম সোহেল (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় রামু থানায় দুই জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার কিশোরী চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

ধর্ষণের অভিযোগ আটক সাইফুল ইসলাম সোহাল হলেন রামু’র জোয়ারিয়ানালা পাহাড়িয়া পাড়া’র (২ নং ওয়ার্ড) নুরুল ইসলামের ছেলে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম জানান, কিশোরী সহ তারা ৪ সহপার্টি পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ি লেকে ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে দুই যুবক তাদের গতি রোধ করে। কিশোরীকে’ই টানা হেচড়া করে পাশ্ববর্তী জঙ্গলে নিয়ে যায় দুই যুবকের মধ্যে সাইফুল ইসলাম সোহেল। আরেক যুবক বাকী ৩ শিশুকে ভয় দেখিয়ে জঙ্গলের পাশ্বে’ই দাঁড়িয়ে রাখে। অন্যদিকে কিশোরীকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে সাইফুল ইসলাম সোহেল। পরে দ্বিতীয় যুবক ওই কিশোরীকে ধর্ষণ করতে গেলে লোকজন এগিয়ে আসায় পালিয়ে যায়।স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম সোহেলকে আটক করে পুলিশ। যদিও তার অপর সহযোগি একই এলাকার কালু মিয়ার ছেলে মো: সাহেদ এখনো পলাতক রয়েছে।

এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে রামু’ থানায় দুই জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত দ্বিতীয় জনকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads