এরশাদের শারীরিক অবস্থার উন্নতি: জিএম কাদের

সংগৃহীত ছবি

জাতীয়

এরশাদের শারীরিক অবস্থার উন্নতি: জিএম কাদের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ জুন, ২০১৯

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

আজ শনিবার সিএমএইচে এরশাদকে দেখে এসে চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ‘এরশাদের শারীরিক অবস্থার পঞ্চাশ ভাগ উন্নতি হয়েছে।’

সিএমএইচ কর্তৃক প্রদত্ত চিকিৎসা সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে জিএম কাদের আরও বলেন, এরশাদের শারীরিক কিছু পরীক্ষার প্রতিবেদন দেখে চিকিৎসকরা বলেছেন যে তার উন্নতি ধারাবাহিক থাকলে তিনি দ্রুত সেরে উঠবেন।

এসময় এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় এরশাদকে বুধবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা, লিভারে সমস্যা, রক্তে সংক্রমণসহ নানা বার্ধক্যজনিত রোগে ৮৯ বছর বয়সী এ রাজনৈতিক নেতা কয়েক মাস ধরেই অসুস্থ। গত নভেম্বরের পর রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি তাকে। এরশাদ গত আট মাসে বিভিন্ন সময়ে সিএমএইচ এবং দেশের বাইরে চিকিৎসা গ্রহণ করেন।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads