১১৪ পটুয়াখালী-৪ আসনের এমপি মহিব্বুর রহমান মহিবের সংসদ ভবন কার্যালয়ে দোয়া অনুষ্ঠান করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের ৫নং ব্লকের ১১৪নং রুমে সাংসদ মহিব্বুর রহমানের আয়োজনে এ দোয়া অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন- শাহ্জালাল ইসলামি ব্যাংকের চেয়ারম্যান ও ফ্রেস গ্রুপ অব কম্পানিজ’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো.তৌহীদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মুশফিকুর রহমান, রাঙ্গাবালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.দেলোয়ার হোসেন, রাঙ্গাবালী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাইদুজ্জামান মামুন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর মালেক আকন, মহিপুর থানা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামাল হাওলাদার, মহিপুর থানা শ্রমিক লীগের সভাপতি কালাম ফরাজী, ছাত্রলীগ নেতা ও সংসদ সদস্যের পিএ তারিকুল ইসলাম। এছাড়া ইয়ামিন আহম্মেদ ও শাহরিয়ার সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।





