এমপি, মন্ত্রীরা কেন প্রচারণায় অংশ নিতে পারবেন না, প্রশ্ন কাদেরের

সংগৃহীত ছবি

নির্বাচন

এমপি, মন্ত্রীরা কেন প্রচারণায় অংশ নিতে পারবেন না, প্রশ্ন কাদেরের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ জানুয়ারি, ২০২০

বিএনপি মহাসচিব প্রচারণায় অংশ নিতে পারলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কেন নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবে না-এমন প্রশ্ন তুলেছেন ওবায়দুল কাদের। সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিতর্ক রয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার রাজধানীর এলেনবাড়িতে নবনির্মিত সড়ক ভবনে জাতির পিতার ভাস্কর্য স্থাপনের উদ্ধোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ নির্বাচনি প্রচারণায় অংশ নিবে অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্ত্রী হওয়ায় প্রচারণায় অংশ নিতে পারবে না। এ পদ্ধতিতে লেভেল প্লেয়িং নেই বলে দাবি করেন তিনি। পার্শ্ববর্তী ভারতসহ বিভিন্ন দেশে নির্বাচনি প্রচারণায় অংশ নেন সংসদ সদস্য এবং মন্ত্রীরা কিন্তু এদেশে নির্বাচনী প্রচারণায় সংসদ সদস্যরা অংশ নিতে পারবে না।

তারপরও নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার ব্যাপারে অঙ্গীকার করেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads