গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত হয়েছেন। এদিকে নোয়াখালীতে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় বাসের ধাক্কায় চালকসহ সিএনজিচালিত অটোরিকশার ২ জন নিহত হয়েছে। পটুয়াখালীর গলাচিপায় টমটম উল্টে দুই শ্রমিক মারা গেছেন। ফেনীর দাগনভূঞায় বাস-অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ভাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেছে এক বৃদ্ধার। সব মিলিয়ে গতকাল সড়কে প্রাণ ঝরেছে ১৩ জনের। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৯ জন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর—
গাজীপুর : গাজীপুর সদর থানার রাজেন্দ্রপুর হালডোবায় গতকাল সকালে বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। তারা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন। নিহতরা হলেন সিরাজগঞ্জের তারাশ উপজেলার গুলটা বাজার এলাকার নাজিমউদ্দিন, একই এলাকার আবদুস সামাদ ও রাতুল। এ ছাড়া নিহত হয়েছেন মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার লক্ষ্মীপুর এলাকার (অব.) সার্জেন্ট মিজানুর রহমান ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জাগীর বাগদি গ্রামের আসাদ বিশ্বাসের ছেলে মাজেদ। তারা প্রত্যেকেই লেগুনার যাত্রী ছিলেন। নিহতের মধ্যে নাজিমউদ্দিন, আবদুস সামাদ ও রাতুল একই পরিবারের।
নোয়াখালী : জেলার সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তিনপুকুরিয়া নামক স্থানে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে পালানো সময় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এক নারীসহ ২ নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। নিহতরা হলেন আলেয়া বেগম ও সিএনজি অটোরিকশার চালক মো. ইসমাইল হোসেন। আলেয়ার বাড়ি সেনবাগ উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে। চালকের বাড়ি একই উপজেলার ৯ নম্বর নবীপুর ইাউনিয়নের চন্দেরহাট এলাকার শ্রীপদ্দী গ্রামে।
ফেনী : ফেনী-দাগনভূঞা আঞ্চলিক মহাসড়কে গতকাল দুপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আরো ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে মহাসড়কের দুধমুখা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে একজনের মরদেহ কোম্পানীগঞ্জ হাসপাতালে ও অপর দুজনের মরদেহ আধুনিক ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহতদের মধ্যে বেশ কয়েকজনকে কোম্পানীগঞ্জ ও ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পটুয়াখালী : জেলার গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বড় বাঁধ এলাকায় বালি পরিবহনের টমটম উল্টে মো. কাওসার হোসেন ও মহাসীন নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর : জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া-দীঘিরপাড় লিংক সড়কে গতকাল দুপুরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে সোনাবানু (৭৫) নামে এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছেন। তিনি উপজেলার পাথরাইল দীঘিরপাড় গ্রামের শফি হাওলাদের স্ত্রী।