একাধিক ভাঁজের স্মার্টফোন আনছে শাওমি

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

একাধিক ভাঁজের স্মার্টফোন আনছে শাওমি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩১ মার্চ, ২০১৯

শিগগিরই ভাঁজযোগ্য ফোনের বাজারে প্রবেশ করছে শাওমি। এই চীনা স্মার্টফোন নির্মাতার পক্ষ থেকে এ ব্যাপারে দিনক্ষণ নির্দিষ্ট করে কোনো ঘোষণা না এলেও সম্প্রতি দ্বিতীয় প্রটোটাইপ প্রকাশের কারণে জল্পনা এখন তুঙ্গে। শুধু তাই নয়, বাজারে এরই মধ্যে যারা ভাঁজযোগ্য ফোন এনেছে তাদের থেকে বেশ ব্যতিক্রম কিছুই দেওয়ার অঙ্গীকার করেছে শাওমি।

শাওমি ভাঁজযোগ্য ফোনের প্রথম প্রটোটাইপ প্রকাশ করে গত জানুয়ারিতে। প্রটোটাইপের ভিডিওতে যে ফোনটি দেখানো হয়েছে সেটি একাধিকবার ভাঁজ করা যায়। যেখানে এখন পর্যন্ত যে কয়টি কোম্পানির ভাঁজযোগ্য ফোনের ঘোষণা এসেছে সবগুলোই একবার ভাঁজ করা যায়।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোর অফিশিয়াল অ্যাকাউন্ট এবং ইউটিউবে দ্বিতীয়বার ভিডিও আপলোড করেছে শাওমি। ভাঁজযোগ্য ফোন নিয়ে কোম্পানির অব্যাহত প্রচেষ্টা এবং অগ্রগতি জানান দিতেই মূলত এ প্রটোটাইপ ভিডিও। তবে এ ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এখনো কিছুই জানানো হয়নি। তাছাড়া সাম্প্রতিক ভিডিওতে গত জানুয়ারির ভিডিও থেকে ভিন্ন কিছু দেখানোও হয়নি।

ভিডিওতে দেখানো হয়েছে, একজন ব্যক্তি ফোনটি খোলা অবস্থায় পোর্ট্রেট মোডে ব্যবহার করছেন। এরপর তিনি ফোনটির ওরিয়েন্টেশন পরিবর্তন করেন এবং ফোনটি দুই পাশ থেকে ভাঁজ করে একটি নুডলস বক্সের ওপর রেখে দেন।

ভিডিওতে একটি বিষয় স্পষ্ট, প্রটোটাইপে সফটওয়্যার ল্যাগ রয়ে গেছে। অর্থাৎ ওরিয়েন্টেশন পরিবর্তন করে ট্যাবলেট মোড থেকে ফোন মোডে নিলে ইউজার ইন্টারফেস (ইউআই) স্বাভাবিক হতে কিছুটা সময় নেয়। বাজারে আসার আগে বিষয়টি নিয়ে শাওমিকে অবশ্যই কাজ করতে হবে।

এদিকে শাওমি ছাড়াও ভাঁজযোগ্য স্মার্টফোন নিয়ে কাজ করছে স্যামসাং, হুয়াওয়ে, মটোরোলার মতো বৃহৎ সেলফোন নির্মাতা প্রতিষ্ঠান। স্যামসাং ও হুয়াওয়ে গত মাসে বার্সেলোনায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে তাদের প্রথম ভাঁজযোগ্য ফোন প্রদর্শনও করে। এর মধ্যে স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ড ফোনটিতে রয়েছে ইনফোল্ড সিস্টেম অর্থাৎ মোবাইল মোডের জন্য এর একটি সেকেন্ডারি স্ক্রিন রয়েছে। ভাঁজ খুললেই ট্যাবলেট মোডের বড় স্ক্রিন। আর হুয়াওয়ের ম্যাট এক্স ফোনটি আউটফোল্ড সিস্টেমের। অর্থাৎ ট্যাবলেট মোড থেকে স্ক্রিনটি মাঝ বরাবর ভাঁজ হয়ে ফোন মোডে চয়ে যায়। সেক্ষেত্রে শাওমি সম্পূর্ণ ব্যতিক্রম। ট্যাবলেট থেকে ফোন মোডে যেতে একাধিকবার ভাঁজ করতে হবে।

অবশ্য ভাঁজের ধরন নিয়ে আরো অনেকেই কাজ করছে। মটোরোলা জানিয়েছে, তাদের লিজেন্ডারি রেজর ফ্লিপ ফোনটিই ভাঁজযোগ্য স্মার্টফোনে রূপান্তর নিয়ে কাজ করছে তারা। অর্থাৎ এই ফোনটি অন্যান্য ফোনের মতো অনুভূমিক ভাঁজ না হয়ে উল্লম্ব বরাবর ভাঁজ করা যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীকে মূল রেজর ফ্লিপ ফোনের অভিজ্ঞতাই দিতে চায় মটোরোলা। ফোনটি ভাঁজ করার পর একটি সেকেন্ডারি স্ক্রিন থাকবে বলেও শোনা যাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads