কাহালু( বগুড়া) প্রতিনিধিঃ
কাহালুতে ইজিবাইক চালক ইসমাইল হত্যার ১ সপ্তাহ অতিবাহিত হলেও হত্যার মূল রহস্য এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে পুলিশ কাহালু পৌর এলাকার উলহট্র গ্রাম থেকে ৩ জনকে জিজ্ঞেসাবাদের জন্য আটকের পর হত্যার কোন ক্লু না পেয়ে পুলিশ তাদের ছেড়ে দিয়েছে।
মামলার তদন্তকারি কর্মকর্তা কাহালু থানার এস আই দয়াল চন্দ্র ব্যাণার্জী জানান, হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যহত রয়েছে। কাহালু-নন্দীগ্রাম থানার দায়িত্ব প্রাপ্ত এ সার্কেল মোঃ ওমর আলী ও কাহালু থানা অফিসার ইনচার্জ মাহমুদ হাসান এর দিক নির্দেশনায় মামলাটি তদন্ত কার্যক্রম চলছে বলে তিনি জানান।
উল্লেখ যে, গত ১৫ অক্টোবর রাতে কাহালু পৌর এলাকার উলহট্র মধ্য পাড়া গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে ইজিবাইক চালক ইসমাইল হোসেন কাহালুর দলগাড়া আগোরশাল রাস্তায় দুর্বৃত্তদের হাতে খুন হন। এসময় দুর্বৃত্তরা ইসমাইল হোসেন এর ইজিবাইক ছিনতাই করলেও ঘটনাস্থালের প্রায় দেড় কিলোমিটার দুরে জিয়াখুর ঈদগাহ মাঠের কাছে ইজিবাইকটি রাস্তায় ফেলে যায়। পরে পুলিশ ঘটনা স্থল থেকে ঈসমাইলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্ররণ করে ও ইজিবাইকটি জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করে। এঘটনায় নিহত ইসমাইল হোসেন এর স্ত্রী মোছাঃ তানজিলা আক্তার ঘটনার পরদিন বাদী হয়ে অঙাতদের আসামি করে কাহালু থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর থেকে পুলিশ এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।