নতুন প্রজাতির এই ফড়িংটি সম্প্রতি খুঁজে পাওয়া গেছে ব্রাজিলের আটলান্টিক রেইন ফরেস্টে। আমাজনের চেয়ে পুরনো এই বনটি গত কয়েক দশকের মধ্যে ৯০ শতাংশ কমলেও সেখানে নতুন প্রজাতির এই প্রাণীর আবিষ্কারের ঘটনা গবেষকদের মনে বিস্ময়ের জন্ম দিয়েছে। রূপকথার ইউনিকর্নের মতোই এর মাথায় রয়েছে একটি খাড়া শিং। গেল বৃহস্পতিবার ‘ইউনিকর্ন মেন্টিস’ নামের এই প্রজাতিটি খুঁজে পাওয়ার খবর প্রকাশ করেছে ন্যাশনাল জিওগ্রাফিক।
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





