আশুলিয়ায় গকুল নগর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুই তলা ভবনের একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা।
আজ সোমবার সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান (অপরাদ) ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।
আশুলিয়ার গকুল নগর এলাকার ওই বাড়িটির মালিক প্রবাসী আক্তার হোসেন। বাড়িতে কতজন রয়েছে তা এখনো জানা যায়নি।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, এই বাড়িতে জঙ্গি সদস্য, বিস্ফোরক দ্রব্য ও গোলা বারুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে ঘেরাও করা হয়েছে।
                                
                                
                                        
                                        
                                        
                                        




