আশুলিয়া অজ্ঞাত গাড়ির ধাক্কায় মইনুল ইসলাম (২৭) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।
গতকাল সোমবার (৫ জুলাই) রাতে আশুলিয়ার পলাশবাড়ী বাসস্ট্যান্ডে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মইনুল ইসলাম পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার বানিয়াপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে।
সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম জানান, সোমবার রাতে বাইপাইল থেকে আসা একটি রিকশা উল্টো পথে পল্লীবিদুৎ যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই রিক্সাচালকের। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





