মহান বিজয় দিবস উপলক্ষে এক দিন বন্ধ থাকার পর দেশের দ্বিতীয়বৃহৎ রপ্তানিমুখি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে এ বন্দরের আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়। এরফলে বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে কর্ম চাঞ্চল্য ফিরে আসে।
তবে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলে করোনা পরিস্থিতির কারণে উভয়দেশে আটকে পড়া পাসপোর্ট ধারী যাত্রী কুটনৈতিক, ব্যবসায়ী ও মেডিকেল পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
আখাউড়া স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে এক দিন বন্ধ থাকার পর সকাল থেকে এ বন্দরের যাবতীয় কার্যক্রম শুরু হয়েছে । তবে বন্ধ থাকার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে জানানো হয়। সকালে মাছ রপ্তানির মধ্যদিয়ে এ বন্দরের কার্যক্রম শুরু হয়।





