ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সুমাইয়া আক্তার (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত সুমাইয়া ওই গ্রামের মনির মিয়ার মেয়ে। সে হীরপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
জানা যায়, রাতে পরিবারের সদস্যদের অগোচরে সে ঘরের মধ্যে কিটনাশক পান করে। এক পর্যায়ে ঘরের মধ্যে ছটপট করতে থাকলে পরিবারের সদস্যদের নজরে আসে। তাৎক্ষনিক ভাবে তাকে সেখান থেকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে জেলা সদর হাসপাতালে আনা হয়। সেখানে ভোরে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। সেখান থেকে পরিবারের লোকজন তাকে গ্রামে নিয়ে এসে দাফন ব্যবস্থার আয়োজন করেন। অপমৃত্যু হওয়ার বিষয়টি পুলিশকে অবহিত না করায় পুলিশ সেখান থেকে তাকে থানায় নিয়ে আসে। পরে
ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতের বাবা মনির মিয়া বলেন, তার মেয়ে কি কারণে কিটনাশক পান করে আত্মহত্যা করেছে কিছুই বুঝতে পারছেন না বলে জানায়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, নিহতের মহদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট হাতে আসলে বিস্তারিত জানা যাবে।
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





