আ্ইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামার জন্য দেরি সইছে না বাংলাদেশের কাটার মাস্টার বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের। শনিবার বিকেলে আইপিএল খেলতে ভারতের উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি। ভারতের যাবার জন্য বিমানে নিজ আসনে বসে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে এ খবর জানান মুস্তাফিজ নিজেই।
ছবি ক্যাপশনে তিনি ণিখেছেন, ‘আইপিএলে খেলার সময় হয়ে গেছে, ভারতে যাচ্ছি। মুম্বাই ইন্ডিয়ানস স্কোয়াডে যোগ দিতে আর দেরি সইছে না।’
২০১৬ সালে প্রথমবারের মত আইপিএলে খেলতে নামেন মুস্তাফিজ। প্রথম আসরেই ক্রিকেট বিশ্বকে চমকে দেন তিনি। সানরাইজার্স হায়দারাবাদের হয়ে ১৬ ম্যাচে অংশ নিয়ে ১৭ উইকেট নিয়ে ওই আসরে প্রথম বিদেশী হিসেবে ‘সেরা উদীয়মান’ খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন তিনি। তবে গেল মৌসুমে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পান তিনি।
এবার মুস্তাফিজের নতুন ঠিকানা বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। আসন্ন আসরে ভালো পারফরমেন্স করতেই বেশ আগেভাগেই মুম্বাইয়ের স্কোয়াডে যোগ দিচ্ছেন তিনি। ৭ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের এগারতম আসর।
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





