আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তাদের কর্মকাণ্ডে নিজেদের এলোমেলো ও লেজেগোবরে করে ফেলেছে। অভ্যন্তরীণ কোন্দলের কারণেই দলটি ভেঙে যাবে।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হোটেলে ‘এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চারলেনে উন্নীতকরণ’ প্রকল্পের চুক্তি সই শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে বিএনপি নেতারা ভিন্ন ভিন্ন সুরে কথা বলছেন। তাদের নিজেদের মধ্যেই ভাঙনের সুর। যাদের নিজের ঘরেই শত্রু, তাদের সঙ্গে শত্রুতা করার জন্য বাইরের শত্রুর কোনো প্রয়োজন আছে বলে কেউ মনে করে না।
বগুড়ায় বিএনপির এক নেতার সঙ্গে দলের মহাসচিবের বিতণ্ডার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রতিদিন যদি বিএনপি কার্যালয়ের দিকে লক্ষ করা যায়, তাহলে একে অপরে সঙ্গে হাতাহাতি, একে অন্যকে সরকারের দালাল বলা - এসব সেখানে নিয়মিত চিত্র। বিএনপি নেতারা নিজেরা কলহ-কোন্দলে জর্জরিত। এই অবস্থায় তাদের নিজেদের সঙ্গে শত্রুতা করার জন্য তারা নিজেরাই যথেষ্ট।
জাতীয় সংসদে বিরোধী দলের বিষয়ে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে, জাতীয় সংসদে তারা বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে।
তিনি বলেন, বিএনপি না আসলে ইতিমধ্যে তো জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় চলে গেছে। ১৪ দলের যারা সংসদে আছেন, তারাও সিদ্ধান্ত নিয়েছেন, তারাও শক্তিশালী বিরোধীর ভূমিকায় থাকবে। কাজেই বিরোধী দল থাকবে। তারপরও যদি বিএনপি আসে, তাহলে আরও কণ্ঠ যোগ হবে। সেটা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো।