সক্রিয় মৌসুমী বায়ুর কারণে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন বিভাগে কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়াসহ অতি ভারি বর্ষণ হতে পারে। এতে দেশের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ রোববার অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে আজ সকাল সাড়ে ০৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দমকা অথবার ঝড়ো হাওয়াসহ ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (>৮৯ মিলিমিটার) বর্ষণ হতে পারে।
অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
টানা বৃষ্টিতে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় গত ১২ জুন পাহাড় ধসে ১১ জনের মৃত্যুর ঘটনা ঘটে।
উপজেলার বড়পুল পাড়ায় দুই পরিবারের চারজন, ধর্মচরন কার্বারি পাড়ায় একই পরিবারের চারজন, হাতিমারা এলাকায় দুইজন এবং গিলাছড়ি ইউনিয়নের মনতলা এলাকায় একজন নিহত হয়।
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





